নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি জমি সেচ সম্প্রসারণ প্রকল্পের আওয়াতায় ভরাট হওয়া খাল পূর্ণঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শ্রীপতি পাড়া খালের খাজুরা ইউনিয়নের কুচামারা ব্রিজ হতে ঝোপদুয়ার ব্রীজ পযন্ত,কুচমারা ব্রীজ হতে খাজুরা আত্রাই মরা নদী পযন্ত এবং জসাই কইচার খাল কুচমারা খাল হতে গৌরীপুর ব্রীজ পযন্ত মোট সাড়ে ১৩ কিলোমিটার পুরানো খালের পূণঃখনন কাজের ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সরকারী এ খালের পূর্ণঃখননের ব্যায় ধরা হয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকা।রাজশাহীর নাটোর জেলা বরেন্দ্র উন্নয়ন কৃর্তপক্ষ (বিএমডিএ) কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী সেচ সম্প্রসারণ সদর দপ্তরের নির্বাহী প্রকেীশলী নাজমুল হুদা,সেচ প্রকল্পের নাটোর জোনের সহকারী প্রকৌশলী আহসানুল করিম,উপসহকারী প্রকৌশলী মুজিবর রহমান আব্দুল মতিন,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার,খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
সেচ প্রকল্পের নাটোর জোনের সহকারী প্রকৌশলী আহসানুল করিম বলেন,এই খালগুলো দখল ভরাট হয়েছিল।এই ভরাট হওয়া খালগুলো পূর্ণঃখননের ফলে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি জমি সেচ সম্প্রসারণ প্রকল্পের আওয়াতায় ২ হাজার ৬৪০ জন কৃষকের এক হাজার আটশো হেক্টও কৃষি জমি সেচ সুবিদা আওয়াতায় আসবে।ফলে এসব জমিগুলোর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দ্রæত নিরসনসহ বছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হবে।