করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি না মানায় নাটোরের নলডাঙ্গায় ১২ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার উপজেলার নলডাঙ্গা বাজারের ৭টি দোকান মালিকের এই জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানান, আসন্ন পবিত্র রমজানের ঈদ উপলক্ষে নির্ধারিত সময়ের জন্য ও কিছু স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে দোকান খোলার অনুমতি দেয় সরকার। এরপর থেকেই বিভিন্ন দোকান মালিক স্বাস্থ্য বিধি না মেনে ঈদের বেচাকেনা শুরু করে।
এ বিষয়ে সকলকে সচেতনতামুলক প্রচার করাও। এতোবার বলার পরও তারা স্বাস্থ্য বিধি মানছেন না। এর ফলে মানুষজন বিপদের সম্মুক্ষিন হচ্ছে। সেকারনে সবাইকে সচেতন করতে এবং করোনা ভাইরাস সংক্রামণ রোধে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নলডাঙ্গা বাজারের কাপড়ের দোকানসহ বিভিন্ন ৭টি দোকান মালিকের ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। মানুষকে করোনার থাবা থেকে রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।