নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় হেরোইনসহ মামুন মোল্লা নামের এক মাদক কারবারীকে গ্রেফত্র করেছে পুলিশ।বুধবার উপজেলার বীরকুৎসা রেলগেট এলাকার শ্যামল ঘোষের মিষ্টির দোকান থেকে ৬৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মোল্লা উপজেলার দুর্লভপুর গ্রামের মুনছুর প্রামানিকের নাতী ও সিংড়া উপজেলার জয়নগর গ্রামের আব্দুল খলিলের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান,বুধবার গোপন সংবাদে উপজেলার বীরকুৎসা রেলগেটের কাছে শ্যামল ঘোষের মিষ্টান্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় একটি প্যাকেটে প্রায় ৩৫ গ্রাম ও খোলা আরো ৩৪ গ্রামসহ মোট ৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদক কারবারী মামুন মোল্লাকে গ্রেফ করা হয়।পরে রাতে মাদক কারবারী মামুন মোল্লার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা।বৃস্পতিবার ওই মামলায় মাদক কারবারী মামুন কে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।