নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরের ৩৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান খলিলুর রহমান।
বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩৮ লাখ ৬ হাজার ৭৭১ টাকা ,ব্যয় ৩৭ লাখ ৭৯ হাজার ৬০০ টাকা ।আর উদ্বৃত্ত রাখা হয়েছে ২৭ হাজার ১৭১ টাকা।এ সময় ইউনিয়ন পরিষদ সচিব সাইফুল ইসলাম,ইউপি সদস্য আব্দুর রহমান,সংরক্ষিত নারী সদস্য নাজমা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।