নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার নুর মোহম্মাদ নামের এক ব্যবসায়ীকে পিঠিয়ে হত্যা করে ট্রাকভর্তি পেঁয়াজ নিয়ে পালিয়ে গেছে ট্রাক চালক ও হেলপার।এসময় নিহত ব্যবসায়ীর পার্টনার শামসুল ইসলাম কে গুরুতর জখম করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গার পাটধারী এলাকা থেকে মরদেহ ও আহত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। নিহত পেঁয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মাদ সরদার নাটোরের নলডাঙ্গার ঠাকুর লক্ষীকুল গ্রামের তমিজ উদ্দিন সরদারেরর ছেলে ও আহত পেঁয়াজ ব্যবসায়ী শামসুল ইসলাম একই গ্রামের মৃত হাফেজ আলী সরদারের ছেলে। সলঙ্গা থানার উপ-পরিদর্শক সোহাগ হাসান জানান, সোমবার নাটোরের উত্তরা গনভবন এলাকা থেকে ৭০ বস্তা পেঁয়াজ নিয়ে ট্রাক যোগে বগুড়া নিয়ে যাচ্ছিল নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকুল গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মাদ ও তার ব্যবসায়ী পাটনার শামসুল ইসলাম।এসময় ট্রাকটি বগুড়ার নন্দিগ্রাম এলাকায় যাওয়ার পর ট্রাক চালক বগুড়া সড়কে না গিয়ে ভিন্ন সড়কযোগে যাচ্ছিল।পেয়াঁজ ব্যবসায়ী নুর মোহাম্মাদ ও তার র্পাটনার শামসুল প্রতিবাদ করলে তাদের মুখে কসটেপ দিয়ে মারপিট শুরু করে ট্রাক চালক ও তার সহকারীরা।এক পর্যায়ে নুর মোহাম্মদ শ্বাসরোধ হয়ে মারা যায় এবং আহত শামসুল কে গুরুতর জখম করে সলঙ্গা থানার পাটধারী এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়ে যায় ট্রাক চালক ও সহকারীরা।তবে এ রির্পোট লেখা পযন্ত নিহতে মরদেহ বাড়িতে পৌছেনি। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল হুদা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে।