দেশীয় প্রজাতির মাছের পোনা মাছের সুরক্ষায় নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।সোমবার দুপুরে উপজেলার হালতি বিলের মহিষমারী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি খরা জাল,১৫০-২০০মিটার বানা জাল,বাদাই জাল ১টি, ৬টি ভাড়ই এবং ৮টি খরা জালে আটকা ৭০-৮০ কেজি রুই মাছের পোনা জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও মাছ শিকারের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত রুই মাছের পোনা হালতি বিলের পানিতে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার জানান,উপজেলার হালতি বিলে বন্যার পানি প্রবেশ করার সাথে সাথে অসাধু মাছ শিকারীরা অবৈধ জাল দিয়ে বিভিন্ন রুই জাতীয় মাছের পোনা মাছ নিধন করছিল।এ খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে এসব জাল ,মাছ শিকারের সরঞ্জাম জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।এর আগে দেশীয় প্রজাতির বোয়াল মাছের ছোট ছোট পোনা নিধন করছিল।সেখানে একই ভাবে অভিযান করে ২ লক্ষ টাকার জাল ও মাছ সরঞ্জাম ধ্বংশ করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।