নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুরে ট্রেনে কাটা পাড়ে অজ্ঞাত প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাসুদেবপুর বাঙ্গাল রেলওয়ে ব্রীজের নিচ থেকে সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। তবে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও এলাকাবাসি।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ পরিদর্শক বিশ্বনাথ কুমার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার বাসুদেবপুর বাঙ্গাল ব্রীজের নিচে নদীর পানিতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করে। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মরদেহটি সান্তাহার নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ব্রীজের নিচে পানিতে পড়ে যায় ওই ব্যাক্তি । নিহতের নাম পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। সে শারীরিক প্রতিবন্ধী মুখে কালো দাড়িঁ আছে,পরনে লাল রংয়ের পাঞ্জাবি ও চেক লঙ্গি ছিল।ধারনা করা হচ্ছে কোন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ।