নাটোরের নলডাঙ্গায় ১০ জন দুঃস্থ বিধবা ও এতিমদের মাঝে ইসলামী ফাউডেশনের সংগৃহিত যাকাতের নগদ ২৮ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়ছে।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ১০ জন দুঃস্থ,বিধবা ও এতিমদের মাঝে নগট এ টাকা তুলে দেন।এসময় ইসলামী ফাউডেশন নলডাঙ্গা শাখার আব্দুল লতিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।