করোনা সংক্রমণ রোধে নাটোরের নলডাঙ্গায় প্রথম দিনের লকডাউন র্কাযকর করতে মাঠে নেমেছে প্রশাসন।সোমবার বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ একদল পুলিশ বাহিনী হাতে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন বাজারে অভিযান চালায়।এসময় বাজারের নিত্য পণ্য,কীটনাশক ও ফ্যার্মেসীর দোকান ছাড়া সব বিপনি বিতান দোকানপাট বন্ধ করে দেন।সড়কে সীমিত আকারে চলে অটোরিকসা ও সিএনজি।রাষ্টীয় ব্যাংক গুলোতে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চলে সীমিত আকারে।এব্যাপারে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান,করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন র্কাযকর করতে সব সময় বাজার মনিটরিং করার জন্য মাঠে পুলিশ থাকবে।কেউ লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থ্য গ্রহন করা হবে।তিনি এ সপ্তাহের লকডাউন র্কাযকর করতে সকলের সহযোগিতা কামনা করেন।