গাইবান্ধা থেকে বাড়ি ফেরা নাটোরের নলডাঙ্গায় এক শিক্ষিকার বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার ভোরে প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা তার নিজ বাড়িতে এলে স্থানীয়রা সকালে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দুপুরে নলডাঙ্গা থানা পুলিশ ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে সকলের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান। পরে পুলিশ বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাদের সাথে আলোচনা করে বাড়ীটিতে লাল পতাকা ঝুলিয়ে দেয়। সেই সাথে আগামী ১৪ দিনের জন্য লকডাউন করে ঘোষনা দেন। ওই শিক্ষিকার বাড়ি উপজেলার পাবনা পাড়া গ্রামে। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বানারীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। গাইবান্ধায় করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং ওই শিক্ষিকা গাইবান্ধা থেকে বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়লে এলাকায় সকলের মাঝে আতংক দেখা দেয়।
নলডাঙ্গা থানার সেকেন্ড অফিসার রুবেল হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার পাবনা পাড়া গ্রামে গাইবান্ধা থেকে বাড়ি ফিরেছে এক শিক্ষিকা। খবর পেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়।যেহেতু গাইবান্ধায় করোনা রোগী শনাক্ত হয়েছে আর তিনি সেখান থেকে এসেছেন এজন্যই শুধু বাড়িটি লকডাউন করা হলো।এখন থেকে এই বাড়ীতে কেউ ভিতরে প্রবেশ ও কেউ ভিতর থেকে বাহির হতে পারবেন না। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে গাউবান্ধা থেকে মাইক্রোবাস যোগে ওই শিক্ষিকা বাড়ি আসলে আমরা পুলিশে খবর দেই। পুলিশে খবর দেওয়ার পর পুলিশ গ্রামের সকলের কথা বিবেচনা করে তাদের বাড়ী লকডাউন করে। সেই সাথে তারা যেন কোন ভাবেই বাড়ীর বাহিরে না আসে সেজন্য তাদের কাছেও অনুরোধ করেন।