বিস্কুট খেয়ে নেওয়ায় ক্ষিপ্ত হয়ে নাটোরের নলডাঙ্গায় ৬ বছর বয়সী হাবিব নামে চাচাতো ছোট ভাইকে মারধর ও গলা টিপে হত্যা করেছে বড় ভাই আসিফ আলী। রবিবার রাত ১০টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বাড়ী থেকে আসিফকে আটক করেছে পুলিশ। আটককৃত আসিফ আলী নাজির উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান,আসিফ আলী তার চাচাতো ভাই হাবিবকে বাজার থেকে বিস্কুট কিনে আনতে বলে। পরে হাবিব বাজার থেকে বিস্কুট কিনে আনার পথে সে একটি বিস্কুট খেয়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ আলী তার ছোট ভাই হাবিবকে মারধর করে ও গলা ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি।