নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুবাই প্রবাসীর স্ত্রী লিলি বেগম নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দক্ষিনে চিলাহাটি হতে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনের নিচে ঝাঁপ দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিলি বেগম (৩৫) রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জনপাড়া গ্রামের দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
নাটোরের নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাষ্টার সুব্রত কুমার ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দক্ষিনে দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী লিলি বেগম সকাল থেকে নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে ছিল। সকাল থেকে কয়েকটি ট্রেন তার সামনে দিয়ে পাড় হলেও সে আত্মহত্যার সুযোগ পায়নি। পরে দুপুরে চিলাহার্টি হতে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনটি এসে পৌছালে লিলি বেগম তার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।রাজশাাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউপি সদস্য শামসুল ইসলাম মৃতদেহ শনাক্ত করে জানান,নিহত লিলির স্বামী সিদ্দিকুর রহমান ৬ মাস আগে জীবিকার তাগিতে দুবাই যায়। তাদের এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। তবে লিলি বেগম শারিরিকভাবে অসুস্থ্য ছিল। পরে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়।