নিজস্ব প্রতিবেদক:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের নলডাঙ্গায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।রোববার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোমা খাতুন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।তিনব্যাপি এ মেলায় বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের ২০ টি ষ্টল অংশ গ্রহন করে।