নাটোরের নলডাঙ্গা হাটে সামাজিক দূরত্ব বজায না রাখায় ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এক প্রতিষ্ঠানসহ চার ব্যক্তিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে নলডাঙ্গা হাটে নিয়মিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি ওই চার ব্যক্তিকে জরিমানা করেন। এ সময় একটি হার্ডওয়্যার দোকান খোলা রাখায় সিয়াম হার্ডওয়্যার মালিক সুমন খান সহ সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৪ জনকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরেতিনি হাটের বিভিন্ন স্থান পরিদর্শন করে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। সপ্তাহের শনি ও মঙ্গলবার নলডাঙ্গা হাটের দিনে তিনি হাটে কৃষি পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাডা অন্যদের অহেতুক অবস্থান না করার নির্দেশ দেন।