নিজস্ব প্রতিবেদক:
মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি, এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও বারনই নদীতে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি। উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ,বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম,উপজেলা কর্মকর্তা শাহ আবুল কামাল আজাদ,নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ প্রমুখ।