ডেস্ক নিউজ
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সাদিক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার মাধনগর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মাদ সাদিক ওই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।
মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও নিহত শিশুর স্বজনরা জানান, শিশু সাদিক বুধবার বেলা আড়াইটার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখোজির এক পর্যায়ে শিশুটিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।