নাটোরের নলডাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌছে দিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গুচ্ছগ্রামের ৫০ পরিবার ও ভট্রপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারে মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল,১ লিটার তেল,১ কেজি আলু,আধা কেজি ডাল ও সাবান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাটোর এনডিসি জাকির মুন্সি,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,ইউপি সদস্য মালেক ব্যাপারী,আব্দুল হান্নান।