নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ সমাবেশে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ও বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ও বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বজলুর রহমান। মাদক বিরোধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল,নাটোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামন আসাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম ফিরোজ, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ তোতা, পৌরসভার প্যানেল মেয়র সাহেব আলী প্রমুখ।