সিসি ক্যামেরা দেখে নাটোরের নলডাঙ্গায় জাহেদুল ইসলাম ও আজম নামের দুই চোরকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার রায় সিংহপুর বাজারের মোহাম্মদ আলীর মুদি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরি করে দুই চোর পালিয়ে যাওয়ার পর শনিবার সকালে মুদি দোকানে থাকা সিসি ক্যামেরায় শনাক্ত এলাকাবাসী দুই চোরকে আটক করে পুলিশে সৌপর্দ করে। আটক জাহেদুল ইসলাম উপজেলার ভূষণগাছা গ্রামের মৃত আইনাল হকের ছেলেও আজম আলী ওই গ্রামের একই গ্রামের হাসেম আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার রায় সিংহপুর বাজারের মোহাম্মদ আলীর মুদি দোকানে দুই চোর টিনের চালা কেটে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকাসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়। পরের দিন শনিবার সকালে মোহাম্মদ আলী দোকানের তালা খুলে দোকানের মালামাল এলোমেলো করা দেখে দোকানে থাকা সিসি ক্যামেরায় দুই চোর জাহেদুল ইসলাম ও আজম আলীকে শনাক্ত করে এলাকাবাসী। পরে দুই চোরকে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে এলাকাবাসী। এ সময় নগদ টাকা ও কিছু চুরিকৃত মালামাল উদ্ধার করে। এ ঘটনায় দোকান মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে দুই চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।