নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেডের আউটলেট (এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার খাজুরা বাজারে এই উদ্ভাবনী ব্যাংক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড নলডাঙ্গা শাখার ম্যানেজার জাহেদুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের নাটোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মতিউর রহমান, সোনালী ব্যাংক নাটোর শাখার প্রিন্সিপাল অফিসার শহিদুল ইসলাম,নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। ব্যাংক কর্মকর্তারা জানান এই শাখা উদ্বোধনের সাথে সাথে এলাকার জনগণের হাতের নাগালে চলে আসবে ব্যাংকিং সুযোগ-সুবিধা।