নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উক্ত্যত্ত করার দায়ে অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার বিকালে উক্ত্যত্ত করা অবস্থায় হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুময় সরকার এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মিরাজুল ইসলাম অপু উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিভন্নভাবে উত্ত্যক্ত করতো মিরাজুল ইসলাম অপু। আজ রবিবার ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে বখাটে যুবক তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় উত্যক্ত করা শুরু করে। এ সময় অপু ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি তার কথা না মানলে শরীরে এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকিও দেয়।ঘটনাটি স্থানীয়রা বুঝতে পেরে অপুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সেখানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুময় সরকার অপুকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ বলেন, স্কুল ছাত্রীকে উক্ত্যত্ত করা ও এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেওয়ার সময় স্থানীয়রা অপুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান শেষে কারাগারে প্রেরণ করা হয়। এই ঘটনার পর এলাকার বখাটেরা কিছুটা হলেও ভয় পাবে। ছাত্রীরা নিরাপদে চলতে পারবে। এমন কোন ঘটনা ঘটলেই স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিবাদ জানালে উক্ত্যত্তকারিরা এমন কাজ করার সাহস পাবেনা। তিনি সবাইকে এমন সচেতন ভাবে এগিয়ে আসার আহব্বান করেন।