নলডাঙ্গা সংবাদদাতা:
পঞ্চম ও শেষ ধাপে অনুষ্ঠিত নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা তৌহিদুর রহমান লিটনের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।বৃস্পতিবার উপজেলা নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই শেষে একটি বেসরকারি ব্যাংকে ক্রেডিট কার্ডে খেলাপি ঋণ থাকায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা তৌহিদুর রহমান লিটনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা আব্দুর রহিম। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিল। কিন্ত কেন্দ্রীয় আওয়ামীলীগ দলের কার্য নির্বাহী কমিটির সিন্ধান্তে আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান আসাদকে মনোনয়ন দেন মনোনয়ন বোর্ড।তবে যুবলীগ নেতা তৌহিদুর রহমান লিটনের দাবী তিনি কোন ব্যাংকে খেলাপি ঋণ নাই। তিনি মনোনয়ন পত্র ফিরে পেতে আপিল করবেন। আর বাকী ৪ জন চেয়ারম্যান প্রার্থী,৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা। গত২১ মে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনটি পদে মোট ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন।