নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগে ও বিএনপির দলীয় মনোনয়নে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নৌকা পেয়েছেন মনিরুজ্জামান মনির ও বিএনপি থেকে ধানের শীষ পেয়েছেন বিএনপির নেতা সাবেক মেয়র আব্বাছ আলী নান্নু।আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিকাল ৪টায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।সভায় মনিরুজ্জামান মনিরের নাম ঘোষণা করা হয়।এদিকে মনোনয়নপ্রাপ্তদের সমর্থনে নলডাঙ্গা আনন্দ মিছিল করেছে তাদের সমর্থকরা।অপরদিকে কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে বিএনপির নেতা আব্বাছ আলী নান্নুর নাম ঘোষণা করেন।