নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারন বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নলডাঙ্গা বাজারের পেট্রোল পাম্প চত্তরে বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম,পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারন সম্পাদক এস এম আলম,শরিফুল ইসলাম প্রমুখ।এর আগে তিনজন সফল উদ্যেক্তা ব্যবসায়ীসহ উপস্থিত অতিথিদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধণা দেওয়া হয়।