নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আন্তর্জাতিক সেবামূলক ক্লাব এপেক্স ক্লাব জেলা ৯ রাজসিক এপেক্স এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাটোরের রানী ভকানীর রাজবাড়ীর আনন্দ ভবনে সকাল থেকে দিনব্যাপী সম্মেলনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান মাহমুদুল হক সাবু, নিকট অতীত জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টু।
সভাপতিত্ব করেন জেলা ৯ এর গভর্নর তাজুল ইসলাম ও সম্মেলন কমিটির চেয়ারম্যান ছিলেন মীর আব্দুর রাজ্জাক।
সম্মেলনে জেলা ৯ এর ৭ টি ক্লাব ছাড়াও দেশের বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ান বৃন্দ অংশ নেন।
দিন শেষে হেলাল আহমেদকে জেলা ৯ এর ২০২৩ সালের জন্য গভর্নর নির্বাচিত করা হয়।