নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এরই ধারাবাহিকতায় ভূমিহীনদের গৃহনির্মানের প্রকল্পের জন্য নাটোরের বড়াইগ্রামে খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কাজি নাহিদ ইভা। এসময় বেদখলে থাকা ৮৫ শতক সরকারি জমি উদ্ধারও করা হয়। গত দুদিন ধরে উপজেলার জোনাইল,চান্দাই ও নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ওই জমিগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব জমিতে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প নির্মান করা হবে জানানো হয়েছে ।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কাজি নাহিদ ইভা জানান, দীর্ঘদিন ধরেই জমিগুলো বেদখলে ছিলো। জমিগুলো স্থানীয় জনপ্রতিনিধি,সার্ভেয়ার, পুলিশ সদস্য সহ অন্যান্যদের প্রচেষ্টায় দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। মুজিব বর্ষ উপলক্ষে জমিগুলোতে গৃহহীনদের জন্য ঘর নির্মান করা হবে।
এসিল্যান্ডের এই উদ্ধার অভিযানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,সার্ভেয়ার, ভূমি অফিসের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।