নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আব্দুলপুরে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আব্দুলপুর জংশনে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তি জানান, বিকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে ওভার স্যুট হয়ে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। জংশন এলাকায় হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইঞ্জিনটি উদ্ধার করে লাইনে তোলার জন্য উদ্ধারকারী টিমকে সংবাদ দেওয়া হয়েছে। ইঞ্জিনটি উদ্ধার করে লাইনে তোলার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।