নিজস্ব প্রতিবেদক:
নাটোরের আশ্রয়ন প্রকল্পের উপহারভোগী পরিবারের শিশু সন্তানদের মানসিক বিকাশে শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার কাদিম সাতুরিয়া আশ্রয়ন প্রকল্পে এই শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সদর উপজেলার এই আশ্রয়ন প্রকল্পে ৯৪ টি পরিবার বাস করছেন। তাদের ছেলেমেয়েদের মানসিক বিকাশের লক্ষ্যে এই শিশু পার্ক নির্মান করা হয়েছে। এছাড়াও আশ্রিতদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষন কর্মসুচী হাতে নেয়া হয়েছে।