আগামিকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাস সংক্রমন রোধে নাটোরের ঈদগাঁহ মাঠগুলো এবার থাকবে ফাঁকা। সামাজিক নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্য বিধি মানতে এবার কোন খোলা স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবেনা। নামাজ আদায় করতে হবে নিজ নিজ এলাকার মসজিদে। এমন সরকারী নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই নির্দেশনা অনুযায়ী নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে এক জরুরী সভায় ঈদের জামাতের সময় সহ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক নাটোরের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের জামাত অনুষ্ঠিত হবে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে। কেন্দ্রীয় মসজিদে মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল পৌনে ৮ টায় এবং তৃতীয় ও শেষ জামাত হবে সকাল সাড়ে ৮ টায়। এছাড়াও কানাইখালী দরগা মসজিদ ও মীরপাড়া পুরাতন বালক বিদ্যালয় সংলগ্ন মসজিদে সকাল সাড়ে ৭টা,ভাঙ্গা মসজিদে সকাল ৮টা ও পৌনে ৯টায় দু’টি জামাত, কাঁঠালবাড়িয়া জামে মসজিদ,রথবাড়ি জামে মসজিদ,কালুর মোড় জামে মসজিদ,বঙ্গজ্জল এনডিটিআই জামে মসজিদ ও পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
এর বাহিরে জেলার সকল পড়া মহল্লায় নিজ নিজ সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সেখানেও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে সকল ঈদ জামাত।