নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ৭ উপজেলায় এক হাজার ১৩১ টি ঈদ গাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় সকল ঈদ গাহ ময়দান নামাজের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাটোর সদর উপজেলায় ৯৭ টি, নলডাঙ্গায় ৮৯ টি, সিংড়ায় ২৫১ টি, গুরুদাসপুরে ১১৩ টি, বড়াইগ্রামে ১৫৬ টি, বাগাতিপাড়ায় ২১২ টি ও লালপুরে ২১৩ টি ঈদ গাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম জানান, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৭ সদস্য বিশিষ্ঠ একটি করে কমিটি গঠন করা হয়েছে। ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (কাচারী মাঠ) আলাইপুর জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমানের ইমামতিত্বে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এক ঘন্টা পর একই মাঠে কান্দিভিটা জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফার ইমামতিত্বে দ্বিতীয় এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়াজনিত কারণে ঈদ গাহ মাঠে ঈদের জামাত সম্ভব না হলে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা মনিরুজ্জামানের ইমামতিত্বে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, শহরের মল্লিকহাটি পুরাতন ঈদ গাহ মাঠ, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ মাঠ, বুড়া দরগাহ মসজিদ মাঠ, ফুলবাগান হেলিপ্যাড মাঠ, বঙ্গজ্জ্বল রাজবাড়ী চত্বরে বড় জামাত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, নাটোরবাসী শান্তিপূর্ন ভাবে ঈদ উৎসব উদযাপন করবেন। এরজন্য নাটোরের সকল ঈদ জামাতকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।