নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামী সাইদুল ইসলামকে শাহাজাদপুরের চর থেকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতরাতে শাহাজাদপুরের একটি চর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে তাকে গুরুদাসপুর থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম গুরুদাসপুরের যোগিন্দ্র নগর গ্রামের আক্কাস আলী মন্ডলের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম জানান, গত ১৩ জুন সকালে জালাল উদ্দিন মন্ডল নাটোরে আদালতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। এ সময় বাড়ীর অদুরে যোগিন্দ্র নগর বাজারের কাছে পৌছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা জালাল উদ্দিনের একটি হাত কেটে নিয়ে যায় এবং তার অন্য হাতে ও পায়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী ৯ জনের নাম সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাহাজাদপুরের একটি চরে অভিযান চালিয়ে রাতেই সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।