নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে চোর সন্দেহে উজির আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকাল মধ্যেরাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চক আদালত খাঁ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত উজির আলী নাটোরের সিংড়া উপজেলার লক্ষ্মীপুর চামারী গ্রামের খোরশেদ আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, গতরাত প্রায় তিনটার দিকে চক আদালত খাঁ গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিল। এ সময় গ্রামের মানুষ তাকে দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে এলোমেলো কথা বলে পালাতে চেষ্টা করে। পরে গ্রামবাসী তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাটি সকালে জানাজানি হলে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।