নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী আব্দুল মতিন সমর্থক সেলিম হোসেন গ্রুপ আওয়ামী লীগ কর্মি রিপন হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তঃত ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ধারাবারিষা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী আব্দুল মতিন সমর্থক সেলিম হোসেন গ্রুপ আওয়ামী লীগ কর্মি রিপন হোসেন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আগামি ইউপি নির্বাচনে রিপন হোসেন গ্রুপের সদস্য হাজেদার রহমান নামে একজন চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করলে সেলিম হোসেন গ্রুপের সদস্যরা তার উপর ক্ষিপ্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। আজ সকালে সেলিম হোসেন গ্রুপের লোকজন হাতে লাঠিসোঠা ও ইট পাটকেল নিয়ে হাজেদার বাড়ীতে হামলা করে। এ সময় রিপন গ্রুপের লোকজনও তাদের উপর ইটপাকেল ছুড়ে। এতে এলাকায় আতংক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।