নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে একটি কয়েলের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে উপজেলার নয়াবাজার এলাকায় ড্যানিয়াল এগ্রো লিমিটেড কয়েল কারখানায় এই আগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
গুরুদাসপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম ও কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘটায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার একটি কক্ষেই আগুন সীমাবদ্ধ ছিল। কারখানায় কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কিভাবে কারখানায় আগুনের সূত্রপাত হয়েছে সেবিষয়ে এখনও সঠিক ভাবে কিছু বলা সম্ভব না হলেও কয়েল হিটার থেকেই এই আগুন ধরতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে সেটাও এখন বলা সম্বব নয় বলে জানান তারা।