নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের গুরুদাসপুরের একটি পুকুর পাড় থেকে আব্দুল লতিফ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী উত্তরপাড়া এলাকার পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ একই এলাকার আব্বাস আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী জানান, কৃষক লতিফ প্রতিদিনের মত সকালে তার কৃষি জমিতে কাজের জন্য বাড়ি থেকে বের হন। সারাদিন চলে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। সন্ধ্যার দিকে এলাকায় ভারী ঝড়-বৃষ্টি হয়েছে। এদিকে বিভিন্ন স্থানে তার খোঁজখবর করার পরও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। পরে রাতে একই এলাকার মকসেদ আলীর পুকুর পাড়ে লতিফের মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে নিহতের পরিবারে ও পুলিশে খবর দেয়া হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক লতিফের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারন জানা যাবে। এখানে যদি অস্বাভাবিক কোন কিছু পাওয়া যায় সে বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।