নাটোরের গুরুদাসপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকাল খাওয়ার হোটেল ও রেস্তোরা বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়ে রাস্তার কুকুরগুলো। এরফলে অভুক্ত হয়ে বাঁচতে হচ্ছে তাদের। এই সকল অবলা প্রাণীগুলোর খাবারের কথা চিন্তা করে তাদের খাবারের ব্যবস্থা করলেন শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে। প্রাথমিকভাবে রাতে একবার করে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুদাসপুর পৌর সভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা জানান, রাস্তার অভুক্ত প্রাণীদের কেউ খাবার দিচ্ছেনা। বাজারের সকল হোটেল রেস্তরা এখন বন্ধ রয়েছে। এরফলে কুকুরগুলো এখন না খেয়ে জীবন পার করছেন। তাদের খাবারের কথা চিন্তা করেই শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্টের পরিচালনা পরিষদের পরিচালক এমরান শাহ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম এই কাজ শুরু করেন।
প্রতিদিন রাতে কুকুরদের জন্য খাবার রান্না করে তাদের নিজস্ব পরিবহনে করে পৌর সদরের বিভিন্ন মোড়ে মোড়ে প্লেটে করে খাবার রাখা হচ্ছে। সেই সকল খাবাগুলো কুকুরগুলো এসে খেয়ে যাচ্ছে। আর রাস্তার কুকুরদের এভাবে খাবার দিয়ে বাঁচিয়ে রাখার এমন মহত উদ্যোগ নেওয়ায় এই স্ট্রাস্টের সকলকে সাধুবাদ জানান এলাকাবাসী।