নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফ্ফাত হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । আজ সোমবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সাফ্ফাত হোসেন উপজেলার ধারাবাষিরা ইউনিয়নের বিন্যাবাড়ি হাজিরহাট গ্রামের এনামুল হকের ছেলে।
নিহত শিশুর পরিবার জানায়, সবে হাটতে শিখেছে শিশু সাফ্ফাত। সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল সে। খেলা করার এক পর্যায়ে হঠাৎ পরিবারের লোকজনের দৃষ্টিগোচর হয়। অনেকক্ষন শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা প্রতিবেশির পুকুরে নেমে শিশুটিকে খুজতে শুরু করে। পরে পুকুরে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর তিনি পেয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।