নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ইছারুদ্দিন ইছা নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ ভোর রাতে উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরপিপলা গ্রামের তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইছারুদ্দিন ইছা চরপিপলা গ্রামের মৃত জিতু মোল্লার ছেলে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামোনোরুজ্জামান জানান, শিশুটির বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করে চলে যায়। এরপর থেকেই শিশুটি তার নানী সুরাইয়া বেগমের কাছেই থাকে এবং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করে আসছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শিশুটি তার ঘরে ঘুমিয়ে থাকায় তার নানী বাড়ীর বাহিরে যায়। এ সময় প্রতিবেশী ইছারুদ্দিন ইছা শিশুটির ঘরে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় চিৎকার করলে পালিয়ে যায় বৃদ্ধ ইছারুদ্দিন ইছা। শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘটনাটি সবাইকে বলে দেয়। পরে রাতেই ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন শিশুটির নানী সুরাইয়া বেগম। মামলা দায়ের পর পুলিশ গভীর রাতে অভিযুক্তর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজক রবিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।