নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ছাগল চড়াতে গিয়ে বজ্রপাতে দুইটি ছাগল সহ ছবিলী বেওয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হামলাইকোল গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত ছবিলী বেওয়া উপজেলার জুমাইনগর গ্রামের মৃত নাসের আলী প্রামানিকের স্ত্রী। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও এলাকাবাসী জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ছবিলী বেওয়া হামলাইকোল গ্রামের আবুল হোসেনের আম বাগানে তার ছাগল চড়াতে যায়। ছাগল চড়ানোর এক পর্যায়ে প্রচন্ড গতিতে বজ্রপাত শুরু হয়। এ সময় ছবিলী বেওয়া বাগান থেকে তার ছাগলগুলো নিয়ে বাগান থেকে বের হওয়ার চেষ্টা করে। পরে ছবিলী বেওয়ার সামনে বজ্রপাতে ঘটলে তিনি আহত হয়। ঘটনাটি এলাকাবাসী দেখেতে পেয়ে আহত অবস্থায় ছবিলী বেওয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে বজ্রপাতে ঘটনাস্থলে ছবিলী বেওয়ার দুইটি ছাগল মারা যায়।