নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মনোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনোয়ার হোসেন ওই গ্রামের সালাম মোল্লার ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, স্থানীয় আশরাফ আলীর ছেলে হায়দার আলীর সাথে মনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলে আসছিল। গত কিছুদিন পুর্বে বিবাদমান জমির মামলায় আদালত থেকে রায় পায় মনোয়ার হোসেন পক্ষ। পরে হায়দার আলী পক্ষ আদালতে আপিল করেন। এনিয়ে আজ বিকেলে মনোয়ার হোসেন ও হায়দার আলীর মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে হায়দার আলীর কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মনোয়ার হোসেনকে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে গেলে হায়দার আলী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মনোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর অভিযুক্ত হায়দার আলী পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।