নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে জলাবন্ধতা নিরসনের দাবীতে হাটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে উপজেলার রানী নগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগীরা বলেন, অপরিকল্পিত পুকুর খননের ফলে দীর্ঘদিন ধরে রানীনগর থেকে মহারাজপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার আঞ্চলিক সড়কে পানি জমে আছে। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো প্রতিদিন এই সড়ক দিয়ে জেলা উপজেলাসহ পাশ^বর্তী এলাকায় যাতায়াত করে থাকে। সড়কে পানি জমে থাকায় দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে। তাই জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ দাবী করেন তারা।