নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার বলেন,গুরুদাসপুর থানার একটি মোবাইল টিম তাদের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিয়েছে ডাকাত দল। এ সময় পুলিশ সদস্যরা কৌশলে তাদের চারিদিক থেকে ঘিরে নেয়। পরে তাদের পিকআপ তল্লাশী করে ডাকাতির কাজে ব্যাবহৃত দেশীয় অস্ত্র সহ ১৯ প্রকারের যন্ত্রাংশ উদ্ধার এবং ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হল,সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার পাকুড়তলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেছ আলী (৬০),নওগাঁ জেলার মান্দা থানার ঘাটকোর মধ্যপাড়া গ্রামের মোকলেছুর রহমানের ছেলে পিকআপ চালক মিঠু (২৮), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর থানার সরকারপাড়া মহল্লার সাদ্দাম হোসেনের ছেলে হোসেন আলী (২০), এনায়েতপুর থানার গোফরেখি মধ্যমপাড়া গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫), ও শাহজাদপুর থানার বাচামারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন আহমেদ (২৫)।