নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে থেমে থাকা পিকআপ এর দরজার পাশ থেকে সাবেক এক পুলিশ সদস্য এনায়েত হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার হাসমারি এলাকার চলনবিল পেট্ট্রল পাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এনায়েত হোসেন মেহেরপুর জেলার গাংনী থানার বামন্দি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও পুলিশের সাবেক সদস্য। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ঢাকা থেকে নিজের পিকআপ চালিয়ে মেহেরপুরে নিজ বাড়ীতে ফিরছিলেন এনায়েত হোসেন। পথে গুরুদাসপুর উপজেলার হাসমারি এলাকার চলনবিল পেট্ট্রল পাম্পের সামনে এসে সে গাড়ী থামিয়ে গাড়ীতেই ঘুমিয়ে পড়ে। সকালে ওই পিকআপ এর পাশে থাকা অন্য ট্রাক চালকরা পিকআপের দরজার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শরীরের কোথাও কোন আঘাত না থাকায় প্রাথমিকভাবে পুলিশের ধারনা অসুস্থ্যতাজনিত কারনে হার্ট এ্যাটাক করে তার মৃত্যু হতে পারে।