নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে নিজ বাড়ী থেকে জয়নব বেগম নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদোমা গ্রামে স্বামীর বাড়ীর উঠন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে মরদেহ উদ্ধারের সময় নিহত জয়নব বেগমের স্বামী সহ শ্বশুড় বাড়ীর কাউকে বাড়ীতে পাওয়া যায়নি। বাড়ীর গরু ছাগল নিয়ে সকলেই পালিয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহত জয়নব বেগম নাটোরের সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের জয়নাল শেখের মেয়ে ও হরদোমা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান,প্রায় দশ বছর পূর্বে হরদোমা গ্রামের সাদ্দাম হোসেনের সাথে জয়নব বেগমের বিয়ে হয়। বিয়ের দশ বছর হয়ে গেলেও তাদের ঘরে কোন সন্তান হয়নি। এনিয়ে জয়নব বেগমের স্বামী,শশুড়-শাশুড়ি,দেবর সহ সকলে প্রায় তাকে নির্যাতন করতো। শনিবার প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখেন গৃহবধু জয়নব বেগমের মরদেহ মাটিতে পড়ে রয়েছে। এ সময় বাড়ীতে থাকা মানুষজন ও গরু-ছাগল কিছু নেই। পরে ঘটনাটি স্থানীয়রা জয়নব বেগমের বাবার বাড়ীর লোকজন সহ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গৃহবধু জয়নব বেগমের স্বজনদের দাবী জয়নবকে হত্যা করা হয়েছে।
প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারন জানাতে পারেনি পুলিশ।নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।