নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বাড়ীতে সাবমার্সিবল পাম্প স্থাপনকে কেন্দ্র করে দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুর হামলায় শ্যালক জামাত আলীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বৃপাথুরিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত জামাত আলী একই এলাকার নবীর উদ্দিনের ছেলে। ঘটনার পর দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লছিমুদ্দিন ওরফে ভাদু মৃত অছিমুদ্দীনের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, দুলাভাই ও শ্যালক একই বসত বাড়ীতে বসবাস করতো। আজ সকালে বাড়ীতে একটি সাবমার্সিবল পানির পাম্প স্থাপনকে কেন্দ্র করে দুলাভাই ও শ্যালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে ঘটনাটি হাতাহাতিতে রুপ নেয়। এ সময় দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুর মারপিটে ঘটনাস্থলেই জামাত আলীর মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং নিহতের দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।