নাটোরের গুরুদাসপুরে ভ্যান থেকে পরে কাউসার আহম্মেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নারায়নপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত কাইসার একই এলাকার নজরুল ইসলামের ছেলে। সে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কাউসার তার বাবার সাথে চাঁচকৈড় বাজারে আসার পথে দেছেরের মোড় এলাকায় ভ্যান থেকে পরে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত কিশোর কাউসার আহম্মেদের বাবা নজরুল ইসলাম জানান, বৈশাখী পোশাক কেনার জন্য তার ছেলে বায়না ধরেছিল। আবদার মেটাতে ছেলেকে নিয়ে তিনি ব্যাটারীচালিত ভ্যান যোগে চাঁচকৈড় বাজারের উদ্দেশ্য রওনা দেন। পথে দূর্ঘটনার কবলে পড়ে তিনি তার বুকের মানিককে হারালেন।