নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পুকুরের মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গাড়িষাপাড়ার খোয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল গাড়িষাপাড়া আব্দুল খালেকের ছেলে । এ ঘটনায় নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় এখনও মামলা দায়ের হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শাকিল ছোটবেলা থেকেই একই এলাকার দশরত প্রামানিকের বাসা ও ইটভাটা দেখাশুনার কাজ করতেন। আজ দশরত প্রামানিকের ছেলে জাহিদুল ইসলামের ইট ভাটায় ট্রাক্টর থেকে মাটি আনলোডের কাজ করছিলেন। এ সময় শাকিল সেখানে পৌছালে ট্রাক্টর চালক রতন ট্রাক্টরটি পিছন দিকে ঘোড়ানোর সময় ট্রাক্টরের ধাক্কায় পড়ে গিয়ে আহত হয় শাকিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটা জব্দ করেনন।চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।