নিজস্ব প্রতিবেদক:
নাটোররে গুরুদাসপুরের নাজিরপুরে আম বোঝাই মিনি ট্রাকের নিচে চাপা পড়ে আছিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আছিয়া উপজেলার নাজিরপুরের কারিগর পাড়ার সাইফুল ইসলামের মেয়ে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান,
শিশু আছিয়া তার বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় আম বোঝাই মিনি ট্রাকটি শিশু আছিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পলিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।