নাটোরের গুরুদাসপুরে কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি উপস্থিত হয়েছেন।
তিনি আজ রবিবার দুপুর ১২ টার দিকে গুরুদাসপুর সরকারী মডেল পাইলট স্কুল মাঠে কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার এসএসসি,এইচএসসি ২০১৮-২০১৯ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।
কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংরক্ষিত মহিলা আসন ২৮ বরিশাল সৈয়দ রুবিনা আক্তার এমপি , স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,পুলিশ সুপার লিটন কুমার সাহা,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন সহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।
অনুষ্ঠানে দুইটি উপজেলার ৬৬৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিএসসি এবং জেএসসি বৃত্তি প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।