নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের গুরুদাসপুরে সূদের টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী নামের এক কৃষককে শিকলবন্দী করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় সুদে ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনের বিরুদ্ধে। আজ শনিবার সকাল থেকে কৃষক আসাদ আলীকে শিকলবন্দী করে রাখা হয়েছে উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদূরপাড়া গ্রামের আব্দুল আজিজের নিজ বাড়ির বারান্দায়। কৃষক আসাদ আলী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা।
শিকলবন্দী কৃষক আসাদ আলী ও স্থানীয়রা জানান, তিন বছর পূর্বে আব্দুল আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে ধার নেয়। এরপর দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসল ৩০ হাজার টাকা পরিশোধ করেন আসাদ। বাকি ৫০ হাজার টাকা এ বছরের শুরুতে দেওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনায় অভাব গ্রস্ত্র হয়ে পড়ে আসাদ আলী। সেকারনে পাওনা ৫০ হাজার টাকা দিতে পারেননি তিনি। শনিবার আব্দুল আজিজ ও তার বাবা আফজাল হোসেন সহ কয়েকজন ব্যক্তি আসাদের বাড়ী থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর আব্দুল আজিজের বাড়ীর বারান্দায় মাজায় শিকল দিয়ে বেঁধে রাখে তাকে। টাকা পরিশোধ করতে না পারলে হাত পা ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়।
আব্দুল আজিজ বলেন, ‘অনেক দিন হল পাওনা টাকা ফেরত চেয়েও সে টাকা দেয়না। তাই তাকে নিয়ে এসে শিকলবন্দী করে রাখা হয়েছে। যেন পালিয়ে যেতে না পারে। এ বিষয়ে গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনারুজ্জামান বলেন, থানায় এ ধরনের কোন অভিযোগ কেউ করেনি। তিনি দ্রুত ঘটনাস্থলে এখনি পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।